ওলামা কণ্ঠ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজি আতাউর রহমান, সচিবদের দায়ীত্ব দেয়ার বিষয় গতকাল মঙ্গলবার ২৯ জুন’২০২১ কঠোর সমালোচনা করে এক ফেসবুক স্টাটাস পোস্ট করেন যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ভালভাবেই জানেন, বর্তমান সংসদেরএমপিরা জনগণের ভোটে নির্বাচিত হননি। ডিসি সাহেবরাই তাদেরকে এমপি বানিয়েছেন।
অতএব, অত্যন্ত সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বর্তমান সংসদের এমপিদের চেয়ে ডিসি সাহেবদের গুরুত্ব বেশি।
আর মাননীয় প্রধানমন্ত্রী এটাও ভাল করেই জানেন, তার মন্ত্রিপরিষদের কোন সদস্যকেই দেশের মানুষ পছন্দ করেন না। তোষামোদি করা ছাড়া তাদের কোন যোগ্যতাও নেই।
অতএব, তিনি সচিবদের দিয়ে দেশ চালাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তোফায়েল আহমেদ, কাজী ফিরোজ রশিদ আর রুস্তম আলী ফরাজীদের আফসোস করার কোনো যুক্তি নেই।
প্রয়োজনে তারাও ওবায়দুল কাদের -এর মত প্রতিদিন পালাগান গাইতে পারেন ।