ওলামা কণ্ঠ ডেস্ক: পিরোজপুর জেলার নেছারাবাদ আজ বৃহস্পতিবার ১জুলাই’২০২১ লকডাউন চলাকালে বিধি নিষেধ অমান্য করে বৃহস্পতিবার বিভিন্ন বাজারে দোকান পাট খোলা ও অহেতুক ঘোরাফেরার অপরাধে ১৫ ব্যাক্তিকে ১৭ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন এবং সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। ইউএনও মো. মোশারেফ হোসেন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন :