ওলামা কণ্ঠ ডেস্ক: তাওহিদুল ইসলাম ‘ও’ লেভেল (এসএসসি) এবং ‘এ’ লেভেল (এইচএসসি) পরীক্ষায় ইংলিশ মিডিয়ামে ব্রিটিশ সিলেবাসে সকল বিষয়ে এ-স্টার পেয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রী ও বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সম্মান বয়ে আনে।
চেক রিপাবলিক অফ ইউরোপ-এর নামকরা চার্লস মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল আরব আমিরাতের দুবাইয়ের আরব ইউনিটি স্কুলের বাংলাদেশি মেধাবী ছাত্র তাওহিদুল ইসলাম।
তার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম আরব আমিরাতের নামকরা আল আনসারী এক্সচেঞ্জের ম্যানেজার এবং মা মাহবুবা সিদ্দিকা সিপু আল-আনসারী এক্সচেঞ্জের ফরেন কারেন্সি ক্যাশিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। তাদের বাড়ি বরিশাল সদরে। তারা দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত আরব আমিরাতে আছেন।
ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে এবং উচ্চ শিক্ষায় বিশ্বের নামকরা চার্লস মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ অর্জন করায় তারা আনন্দিত ও গর্বিত। তাওহিদুল ইসলামের জন্য তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।