শিরোনাম

খুলনায় দ্বিতীয় ধাপে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: দ্বিতীয় ধাপে খুলনা জেলার ২৫ টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

খুলনা জেলার ২৫ ইউনিয়ন হচ্ছে- রূপসা উপজেলার নৈহাটি, আইচগাতি, শ্রীফলতলা ও টিএসবাহিরদিয়া।

ফুলতলা উপজেলার ফুলতলা সদর, জামিরা, দামোদর ও আটরা-গিলাতলা।

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর, মাগুরখালী, খর্নিয়া, ধামালিয়া, আটলিয়া, ভান্ডারপাড়া, রুদাঘরা, রংপুর, ডুমুরিয়া সদর, শোভনা, শরাফপুর, মাগুরঘোনা, গুটুদিয়া ও সাহস।

বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদর, ভান্ডারকোট ও সুরখালী ইউনিয়নে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন :