লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
কমিটি ভেঙে দেওয়ার আড়াই বছর পর লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব হয়েছেন সাহাবুদ্দিন সাবু। ৩৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৯ সালের ৯ এপ্রিল মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি ভেঙে দেওয়া হয়। তখন বলা হয়েছিল, ওই বছরের ৩০ এপ্রিলের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। কিন্তু স্থানীয় পর্যায়ে কোন্দলের কারণে এতদিন কমিটি ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় বিএনপি। সর্বশেষ দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে এ জেলার দায়িত্ব দেওয়া হয়। তার তৎপরতায় কম সময়ের মধ্যে এ কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।