শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় লবণচরা থানাধীন মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী শেখ খোকন(৪২)কে আটক করা হয়। ধর্ষণ মামলায় আটক খোকন লবণচরা মোল্লাপাড়া মসজিদ লেন এলাকার মৃত শেখ আব্দুল্লাহর ছেলে।
র্যাব জানায়, গত ৬ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় ধর্ষক খোকন ভিকটিম নাবালিকা (০৭) কে মাছ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লবণচরার মোল্লাপাড়া মসজিদ লেনের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
পরে ভিকটিম তার মাকে ধর্ষণের বিষয়ে জানালে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লবনচরা থানায় মামলা দায়ের করে।
পরে আসামীকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী খোকনকে গ্রেপ্তার করে।
আসামীকে কেএমপি, খুলনার লবনচরা থানায় হস্তান্তর করা হয়।