আ.সা.আবু তালেব, বিশেষ প্রতিনিধি: দক্ষিণাঞ্চলের প্রায় একুশ লক্ষাধিক যাত্রীদের দূর্ভোগ হ্রাসে কোটি কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের সাহসী যুগোপযোগী সিদ্ধান্ত ও ত্বরিৎগতিতে নির্মাণের কাজ এগিয়ে যাওয়ায় বিশ্ব হতবাক হয়ে সাধুবাদ জানিয়েছে বর্তমান সরকারকে।
ইতিহাসবিদদের মতে, বর্তমান সরকারের পদ্মা সেতু নির্মাণের এই মহৎ উদ্যোগ ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে যুগ যুগান্তরে। দূঃখজনক হলেও সত্যি লৌহজংয়ের মাওয়ায় যাত্রীবাহী যানবাহন থামিয়ে পদ্মা সেতুর কাজের জন্য ড্রেজার দিয়ে মাটি কেটে ট্রলি ভরে অন্যত্র নিয়ে যাচ্ছে।
এতে জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। অন্তঃসত্ত্বা মহিলা, হ্নদরোগ, প্রেসার ও মূমুর্ষ রোগীদের এ রাস্তা দিয়েই মাওয়া বাজারস্থ ডাক্তারের নিকট কিংবা রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।