শিরোনাম

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ কক্সবাজার জেলা শাখা কতৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ

সিদ্দিক আহমদ আতিক, কক্সবাজার: মাদক চোরাকারবারীদের আইনগত সহায়তা প্রদানে কঠোরতা দেখানো, দ্রুত কুটনৈতিক প্রচেষ্টায় রোহিঙা প্রত্যাবাসন কার্যকর করা, পর্যটন নগরী কক্সবাজার শহরের রাস্তাঘাট দ্রুত সংস্কার করার দাবীতে সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ এর উদ্যোগে অনুষ্ঠিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ-৭১ এর কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী ও সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন।

উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি জনাব ইফতেখার উদ্দিন চেৌধুরী, রামু উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক আমীর হোছেন হেলালী, মহেশখালী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া, কক্সবাজার জেলা শাখার যুগ্ন সম্পাদক মো সুলতান মাহামুদ, রামু উপজেলা শাখার সাধারন সম্পাদক আরিফুর রহিম, সদর উপজেলা শাখার সহ- সভাপতি প্রফেসর সরোয়ার আলম, কক্সবাজার জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী এস ডি সঞ্জু, সাংবাদিক মো: শফিক, সরকারী কলেজ শাখার সভাপতি আরমানুল ইসলাম আরমান, কক্সবাজার পলিটেকনিক কলেজ শাখার সভাপতি তামজিদ কায়সার চৌধুরী, জাসদ নেতা (আম্বিয়া) এ কে ফরিদ আহামদ, এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার যুগ্ন সম্পাদক মশরুর উজ জামান, কক্সবাজার জেলাশাখার স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: অমর কান্তি দাশ, সদস্য মফিজুল্লাহ, টেকনাফ উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক আইয়ুব আলী ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা শাখার সদস্য শিল্পী এস এম সিরাজ, কক্সবাজার জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক সামশুল আলম, সহ শহস্রাদিক ছাত্র ও অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দরা বলেন -বিশ্ব নন্দিত – মানবতাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহান উদারতার বেড়াজালে আটকিয়ে বিগত দূই বছর আগে মায়ানমারে রোহিঙা নিপিড়ন শুরু হলে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১২ লক্ষের অধিক রোহিঙা জনগোষ্ঠি।

ঐসময় কক্সবাজারের জনসাধারণ প্রধানমন্ত্রীর কন্ঠের সাথে সুর মিলিয়ে মানবিক সাহাষ্য দেওয়ার জন্য রোহিঙাদের পক্ষে মানববন্ধন করেছিলাম। কিন্তুু এসময়ে এসে দেখা যায় এই রোহিঙা জনগোষ্ঠিরা বাংলাদেশ সরকারের উদারতাকে পুঁজি করে রোহিঙাদের মদতদানকারী কিছু বিদেশি দেশিও এনজিওর প্ররোচনায় স্থানীয় জনসাধারণের সাথে সংঘাতে লিপ্ত হয়েছে।

এতে স্থানীয় জনসাধারনের মাঝে আতংক বিরাজ করছে। তখন থেকে কক্সবাজারের স্থানীয় জনগনের মাঝে চরম আতংক ও নিরাপত্তাহীনতার প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন গোয়ান্দা সূত্রে ও পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে জানা যায়, পালিয়ে আসা রোহিঙারা ইয়াবা পাচার, ডাকাতি, হত্যা, ধর্ষণ সহ নানা অপরাধে জড়িত যার পরিপ্রেক্ষিত রোহিঙা সংশ্লিষ্ট এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আইন শৃংখলা বাহীনিকে সবসময় আতঙ্কে থাকতে হয়।

একদিকে দেখা যায় বিভিন্ন আইন শৃংখলা বাহীনির হাতে ইয়াবা চোরাকারবারীরা ইয়াবাসহ ধরা পড়ার পর আদালতের জিম্মায় দেওয়া হলেও কিছু সংখ্যক আইনজীবিরা অতি টাকার লোভে ইয়াবা পাচারকারী ওগডফাদারদের জামিনে মুক্ত করে আনার ফলে আবারও এসমস্ত ইয়াবা ব্যবসায়ী পাচারকারীরা ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে।

আমাদের অনুরোধ থাকবে আইনজীবিদের প্রতি আপনারা দেশ ও সমাজের স্বার্থে ইয়াবা পাচারকারীদের পক্ষে কোন ধরনের আইনগত সহায়তা না দেওয়ার জন্য। এবং শহরের রাস্তাঘাটের বেহালদশা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহন করার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন :