শিরোনাম

ভৈরবে শিশু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

শহীদ উল্লাহ, কিশোরগঞ্জ: গত (২১ সেপ্টেম্বর ১৯) শনিবার, ভৈরব শিশু আবৃত্তি উৎসব পরিষদের আয়োজনে স্থানীয় উদয়ন স্কুল প্রাঙ্গনে দিন ব্যাপি এই উৎসব পালিত হয়।

উৎসবে ভৈরবের ৩২টি সরকারি বেসরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল এর দেড় শতাধিক শিক্ষার্থী আবৃত্তি শিল্পে অংশ নেই। আবৃত্তি শিল্পী ও সাংবাদিক মোস্তাফিজ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার জগলুল হায়দার, প্রধান অতিথির তার বক্তব্য তে বলেন, “তৃণলতা সহজেই তৃণলতা। পশুপাখি জন্ম নিলেই পশুপাখি। মানুষ প্রাণপণ চেষ্টার পর মানুষ। মানুষরুপে জন্ম নিলেই মানুষ হওয়া যায়না। তাকে অনেক সাধনা করতে হয়, সুশিক্ষায় শিক্ষিত হতে হয়। আর সুশিক্ষায় শিক্ষিত হতে হলে পূঁতিগত বিদ্যা অর্জন করলেই হয় না। সেজন্য মানুষকে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়েও বিদ্যা অর্জন করতে হয়।”

নিউজটি শেয়ার করুন :