শিরোনাম

মণিরামপুরে ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি:

মনিরামপুরে ট্রাকের নিচে চাপা পড়ে সাবিহা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার বেলা ১টার দিকে যশোর-চুকনগর সড়কের ফকির রাস্তা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাবিহা খাতুন মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সেলিম হোসেন এর মেয়ে সে ফকির রাস্তা ওলামা নগর মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।

ওলামা নগর কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুজ্জামান বলেন মাদ্রাসা ছুটি শেষে ফকির রাস্তা মোড় পার হওয়ার সময় কেশবপুরের দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সাবিহার।
মণিরামপুর থানার ওসি এবি এম মেহেদী মাসুদ বলেন ড্রাইভার এবং ট্রাক থানা হেফাজতে আছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :