শিরোনাম

মুহুর্তে নদীগর্ভে বিলিন হয়ে গেল একটি দোকান!

 

মো: লুৎফর রহমান, ঝালকাঠি বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার নেছারাবাদ (বাসন্ডা) গ্রামে, ঝালকাঠি এন এস কামিল মাদরাসা সংলগ্ন সুগন্ধা নদীর তীরে অবস্থিত রয়েছে অনেক গুলো টং দোকান। যে সকল দোকান অত্যান্ত ঝুকিপূর্ণ।

আজ (২৬ সেপ্টেম্বর’১৯) বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে হঠাৎ ক্রেতা ও বিক্রেতা সহ নদীর ভিতর গেড়ে যায়। আজ নেছারাবাদ দরবারে মাসিক তদরিবি জলছা চলাকালিন এ ঘটনা ঘটে।

এতে দোকানদার ইসমাইল ও তার ছেলে সহ ৩ চারজন ক্রেতা আহত হন। আহতদের মধ্যে ইসমাঈল গুরুতর আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিগণ আহতদের দ্রুত চিকিৎসা সেবাদিতে ফায়ারসার্ভিস এর নিজস্ব এম্বুলেন্সে বরিশাল শেরেবাংলায় নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন :