শিরোনাম

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইসলামী শ্রমিক আন্দোলনের উপহার বিতরণ

মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ – স্টাফ রিপোর্টার

গত ১৪ এপ্রিল সকাল ১০টায় বৈদ্যুতিক শট-সার্কিট হতে অগ্নিকাণ্ডে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড লিচু বাগান এলাকার শাকিল ব্যাপারীর বাড়িতে আগুন লেগে ২৩টি ঘরে মালামাল সহ সব পুড়ে ছাই হয়ে যায় উক্ত পরিবার গুলোর মাঝে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে ও শ্রীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় গতকাল ২১শে এপ্রিল (সোমবার) রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে চাউল,ডাউল,তেল,লবন সহ বেশ কয়েকটি আইটেম সহ ১ মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি গাজীপুর জেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাও. মুহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ তুহিন আকন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার এসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা রহমত উল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন,পৌর শাখার সভাপতি অধ্যক্ষ আবু নাসির মুহাম্মদ জোবায়ের,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ মোবারক হোসেন,অর্থ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম খান,উপজেলা শ্রমিক আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনায়েদ ইসলাম ফকির,প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম,শ্রমিক নেতা মুহাম্মদ জামী আলম,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ শাহিন খান,সহ-সভাপতি মুহাম্মদ সোহেল গাজী,দ্বীনি সংগঠন বামুক এর ছদর কে এম সাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশীদ,ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম নূর,সদর উপজেলা ইসলামী আন্দোলনের মাসুদ রানা, শ্রমিক নেতা হাসান আলী সহ ৭নং ওয়ার্ডের মুহাম্মদ খোকন,মুহাম্মদ সাইদুল ইসলাম,মুহাম্মদ নুরুল হুদা,মুহাম্মদ জুলহাস উদ্দিন খোঁকা,মুহাম্মদ ইব্রাহিম,মুহাম্মদ মফিজুল ইসলাম প্রমূখ।উপস্থিত দায়িত্বশীলগণ আগুনে পুড়ে যাওয়া পরিবারের সাথে সহমর্মীতা জানিয়ে মুনাজাত ও উপহার সামগ্রী ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন।

নিউজটি শেয়ার করুন :