খুলনা ব্যুরো প্রধানঃ বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বন্ধকৃত মিল পাট কল কারখানা চালু এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নের দাবি ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বিকাল ৩ টায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ পলাশ শিকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহিবুল্লাহ কাজেমী। ইসলামী আন্দোলন খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ আমজাদ হোসেন, মুফতি আমিরুল ইসলাম, মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, মাওলানা হারুন অর রশিদ, শ্রমিক আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান মল্লিক লিটন, যুব আন্দোলনের মোঃ আব্দুর রশিদ, মোহাম্মদ নাজমুল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ ফরহাদ মোল্লা, নগর সাধারন সম্পাদক হাসিবুর রহমান শাকিল, শাহরিয়ার নাফিস।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন-ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যানে রাজনীতি করে। বৈষম্য বিরোধী ছাত্র, শ্রমিক জনতার গন বিপ্লবে ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে।
প্রিয় খুলনা বাসী, স্বৈরাচার সরকার আমাদের ভোট ও ভাতের অধিকার কেরে নিয়েছে। খুলনা আজ শিল্প নগরীর সকল মিল কারখানা প্রায় সবই বন্ধ। শ্রমিকরা আজ অর্ধ অনাহারে জীবন যাপন করছে। শ্রমজীবি মানুষ আজ দিশেহারা। তিনি বন্ধকৃত মিল কল কারখানা চালু করনের দাবীতে ও দূর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনপ অযোগ্য যোষনা করার আহ্বান জানান।
সংখ্যানুপাতিক পি আর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচন, শ্রমজীবি মেহনতী মানুষের অধিকার বাস্তবায়নের কথা বক্তব্যে তুলে ধরেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ-সভাপতি আব্দুল মান্নান সরদার,
যুগ্ম সম্পাদক মৌলভী মোঃ আল আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম লিটন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, প্রচার সম্পাদক মোঃ শাহিন ইসলাম, সহকারী প্রচার সম্পাদক মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, মোঃ আরিফ হোসেন, মোঃ গিয়াস শেখ, মোঃ মনির শেখ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সোহরাব হোসেন, মোঃ রেজাউল করিম রনি, মুফতি দেলোয়ার হোসেন, মোঃ মকবুল হোসেন, মোঃ মাসুম হোসেন, মোঃ আল আমিন মাঝি, মোঃ কামাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলী হোসেন, মোঃ আব্দুর রহিম, মোঃ মিলন হাওলাদার, মোঃ আলম হোসেন, মোঃ সুজন হাওলাদার, মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ তরিকুল আলম দবির, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ বাকী বিল্লাহ, ডাঃ মোঃ আয়নাল মোল্লা, সদস্য আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ ওহিদ ফকির, মোঃ মুরাদ হোসেন, মোঃ হারুন শেখ, মোঃ আল আমিন, মোঃ আফজাল হোসেন, মোঃ ফিরোজ, মোঃ শিমুল বেপারী, মোঃ রমজান আলী মিলন প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।