শহীদুল্লাহ, কিশোরগঞ্জ: গতকাল (৭ অক্টোবর’১৯ইং) সোমবার, বিকাল ৪ টায়-ভৈরব-কুলিয়ারচরের যাতায়াতের সুবিধার্থে কালী নদীর ওপর নির্মিত প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান সেতু উদ্বোধন করা হয়েছে। ভৈরব উপজেলা গজারীয়া ইউনিয়নের মানিকদী গ্রামে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেতুর শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সংসদ সদস্য ও বিসিবির সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা গ্রু’পের চেয়ারম্যান আলহাজ্ব মুসা মিয়া (সিআইপি), ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী-সুশংকর চন্দ্র আচার্য্য, আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব নাজমুল হাসান পাপন সাহেব এর সহধর্মিণী বেক্সিমকো ফার্মা লি. পরিচালক -রোকসানা হাসান। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর তিন তিনবারের সফল সভাপতি-বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব মোঃসায়দুল্লাহ মিয়া।
এসময় প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন সাহেব তার বক্তব্যে বলেন-এই সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘ কয়েকযুগ যাবত। এই সেতু নির্মাণের ফলে গজারিয়া,সাদেকপুর ইউনিয়নসহ সাত ইউনিয়নের পাশাপাশি কুলিয়ারচরের ও প্রায় ৫০ হাজার মানুষ ভৈরবে সহজে যাতায়াত সুবিধা পাবে। ইতি পূর্বে সেতু না থাকায় নৌকা দিয়ে ছাত্র-ছাত্রী ও সাধারণ লোকজন যাতায়াত করতে গিয়ে নৌকা ডুবিতে মৃত্যুবরণ করেছে। এই এলাকার মানুষের দাবি পুরণের জন্য আমার বাবা চেষ্টা করেছেন। আরো আগেই এই সেতুটি করা সম্ভব হতো। কিন্তু বিএনপির আমলে এই সেতুটির কাজ করতে দেওয়া হয়নি। আমি এই সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় এবং আজকে ৭১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ৫২০ মিটার দের্ঘ্যয়ে এই সেতুটির কাজ সমাপ্ত হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতে আওয়ামীলীগ সম্মেলনে ভৈরব-কুলিয়ারচরে দেখে শুনে নেতৃত্ব তৈরী করা হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদের দলে রাখা হবে, সুসময়ের হাইব্রিড নেতাদের দল থেকে বাদ দিয়ে একটি সুস্থ এবং সুন্দর আওয়ামীলীগ গঠন করা হবে।
এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন-কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার, লুবনা ফারজানা, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার, কাউসার আজিজ, ভৈরব উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আনিসুজ্জামান, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি- এস এম বাকি বিল্লা, সাধারণ সম্পাদক-আতিক আহমেদ(সৌরব), ভৈরব উপজেলা প্রকৌশলী,মোঃইব্রাহিম,কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী-মোঃ সামাদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -আলহাজ্ব গোলাম সারোয়ার সাহেব, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-ফরিদ খান(প্রমুখ)। গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক-মোঃশাহরিয়ার রহমান এর সঞ্চালনায়, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের ও স্তানীয় নেতৃত্ব বৃন্দগন উপস্থিত ছিলেন, কালী নদীর ওপর নির্মিত জিল্লুর রহমান সেতুটি উদ্বোধন হওয়ায় নদীর পারের বাসিন্দা, ও দুই উপজেলা জনগণ আনন্দে উচ্ছাসিত।