শিরোনাম

কুমিল্লায় বাসের চাপায় এক আলেমসহ নিহত ২

 

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণের সোয়াগাজী এলাকায় বাসের চাপায় পিকআপভ্যানের চালক ও যাত্রীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০ টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা, নগরীর মোগলটুলীর আল করিম লাইব্রেরীর মালিক (মধু, খেজুর, ধর্মীয় বই বিক্রেতা) হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ও পিকআপ ভ্যান চালক কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার জাকির হোসেন । আহত হয়েছেন হাফেজ মাওলানা ফয়জুল্লাহর ছেলে আবদুল হামিদ ।

স্থানীয় সূত্র জানায়, সুয়াগাজি এলাকায় বাসের চাপায় পিকআপভ্যানের চালকসহ ২ জন ঘটনাস্থলে মারা যায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুঘর্টনা হয়েছে শুনেছি। এ সড়কটি হাইওয়ে পুলিশ এর নিয়ন্ত্রণে । তারা বিস্তারিত বলতে পারবে।

নিউজটি শেয়ার করুন :