শিরোনাম

লক্ষ্মীপুরে জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

ওসমান গনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

লক্ষ্মীপুর জেল শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন,জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, শ্রম বিষয়ক সম্পাদক নুরুর ইসলাম বাবুল, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজদ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মো. ইউছুফ পাটওয়ারী।

এসময় বক্তারা বলেন, সড়কে আদায়কৃত চাঁদার ভাগ শ্রমিক লীগের কোন নেতাকর্মী নেয় না। শ্রমিক লীগের নামে কেউ সড়ক পরিবহন থেকে টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সংগঠনের নেতাকর্মীরা দলের জন্য পরিশ্রমক করে যাচ্ছে। বিনিময়ে দল থেকে তেমন কিছু পাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন :