আনোয়ার হোসেন টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধি: আজ (১৩ অক্টোবর’১৯) বিকাল ৪.০০ ঘটিকায় বুখাইনগর বন্দর বাজারের রাস্তার মোড়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, চরমোনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারী সকলকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তাগণ বলেন, দেশব্যাপী নৃশংস হত্যাকান্ডে জড়িতরা দ্রুত ক্ষমতাসীন নেতা ও প্রশাসনের সহযোগীতায় ধরাছোয়ার বাইরে থেকে যায়, ফলে এধরনের নৃশংসতা এখন নিত্তনৈমিত্তিক ঘটনায় রূপ নিয়েছে। নীতিহীন সমাজব্যবস্থাও অনেকাংশে এসব ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। তারা অতিদ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান।
ইশা ছাত্র আন্দোলন চরমোনাই ইউনিয়ন শাখার সহ-সভাপতি এইচ এম তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও দফতর সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চরমোনাই ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য মুহাম্মাদ হেলাল উদ্দিন,
ইসলামী যুব আন্দোলন চরমোনাই ইউনিয়নের সভাপতি মাওলানা হাসান রুহানী , ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মহিউদ্দিন খন্দকার প্রমূখ।