আনোয়ার হোসেন টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধি: আজ (১৯ অক্টোবর’১৯ইং) শনিবার, বাদ মাগরিব চরমোনাই প্রধান কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস্য সম্মেলন বরিশাল মহানগর বাস্তবায়ন করার লক্ষ্যে এক জরুরি পরামর্শ সভা আয়োজন করা হয়েছে।
উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৫নং চরমোনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সকল অঙ্গ সংগঠনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আজকের পরামর্শ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যর মধ্য দিয়ে বরিশাল মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি মাওলানা জাকারীয়া হামীদি বলেন, দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দান করিবেন আমিরুল মুজাহিদীন হযরত পীর সাহেব চরমোনাই সহ শায়খে চরমোনাই ও বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সদস্য সম্মেলন উপহার দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান এবং দল মত নির্বিশেষে এই সদস্য সম্মেলনে উপস্থিত থাকতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব দেশের অবস্থা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে তাই আমরা ঘরে বসে না থেকে ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করব।
তিনি বলেন, আর না চাওয়ারও কোনো কারণ নেই কারণ, এটা আমার আমীরের দেশ, এটা পীর সাহেব চরমোনাইর জন্মভুমি এ বরিশালের মাটি ও মানুষের খুব কাছের বন্ধু পীর সাহেব চরমোনাইর ফ্যামিলি। এখন আর আগের মত বরিশালবাসী নেই, তারা সুযোগের অপেক্ষায় আছে তারা পরিবর্তন চায় তা তারা বিগত দুটি নির্বাচনে অর্থাৎ বরিশাল সিটি ও জাতীয় সংসদ নির্বাচনে জানান দিয়েছেন। দলমত নির্বিশেষে হাতপাখার পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করে ছিলেন বরিশালবাসী আপামর জনসাধারণ।
তাই বাংলাদেশ এর সর্বস্তরের ভাইদের দাওয়াত ঐতিহাসিক সদস্য সম্মেলন ইতিহাসে নাম লিখে যান।
আরো উপস্থিত ছিলেন, বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়েন সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর এর সম্মানিত সভাপতি ও সেক্রেটারি, চরমোনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ।