শিরোনাম

বয়স্ক ভাতা ও বিধবা ভাতা আত্মসাৎ,  দুর্নীতির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

 

ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড (ঢাপড়-রূপচন্দ্রপুর) ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিধবা ভাতা ও বয়স্ক ভাতা আত্মসাৎ করেন এবং সিন্ডিকে করে ও গ্রামের সহজ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের জিম্মি করে বড় অংকের টাকা চাদা হিসেবে নেয়ার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি তার অভিযোগের কথা প্রকাশ করেন।

এসকল বিষয়ে ঐ সদস্যের বিরুদ্ধে ২৮/০৮/২০১৪ তারিখে ১৫০ নং, জিআর ৩২/১৭, তারিখ ০২/০৩/২০১৭, ২১/২০১০, তারিখ ২৮/১২/২০১০ সর্বশেষ জিআর ১৮২/২০১৯ নং মামলায় ০৮/০৭/২০১৯ তারিখ থেকে ১৬/০৭/২০১৯ তারিখ পর্যন্ত কারাবন্দিও থাকেন। তাহার এই কুকর্ম থেকে এলাকাবাসি রেহাই পেতে চায়। উক্ত ইউপি সদস্যের ভয়ে কেউ নাম প্রকাশ করতে ইচ্ছুক নন। ইতি পূর্বে তার অপকর্মের কথা নানা দপ্তরে তুলে ধরেছেন।

নিচে তার পরিচয় স্ব-বিস্তারে তুলে ধরা হলো।ঝালকাঠির নলছিটি উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড (ঢাপড়-রূপচন্দ্রপুর) ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, পিতা: মৃত্যু: আঃ খালেক হাওলাদার এর বিরুদ্ধে নানা দূর্ণীতি ও চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। । নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান তার নিকট গত ১০ জানুয়ারি ২০১৮ তারিখ তার থেকে ১ লক্ষ টাকা জোর পূর্বক চাঁদা দাবি করেন। পরবর্তিতে তিনি বরিশাল কোতয়ালি মডেল থানায় ১৮২/২০১৮ নং সাধারণ ডায়েরি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন :