জনপ্রিয় দৈনিক ওলামা কন্ঠ প্রিন্ট পত্রিকা ইদানিং বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য পাঠক হতাশ হয়েছেন। শুধু অন লাইন পত্রিকায় তৃপ্ত হচ্ছেন না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ইসলাম প্রিয় সকল ধর্মের,বর্ণের ও জাতির মানুষ আবারো তাদের প্রিয় এই পত্রিকা পাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেছে।
বতর্মান সময়ের সাহসী চমকপ্রদ সচেতন মানুষের পছন্দের শ্রেষ্ঠ এক অন লাইন ও প্রিন্ট সংবাদপত্রের নাম ” দৈনিক ওলামা কন্ঠ “। কোন দল বা ব্যক্তির তাবেদারী করেনা। বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সময় সবার কথা বলে নির্ভয়ে দ্ব্যর্থহীন কন্ঠে।
হলুদ সাংবাদিকতার কারণে অনেক পাঠক সংবাদপত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিবিসি, ভয়েজ অব আমেরিকা সহ বিভিন্ন রেডিও – টিভি চ্যানেল এর সংবাদ শুনলেও সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না পাঠক।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সচেতন মহলের নিকট বস্তু নিষ্ঠ সময়ের সাহসী সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ এখন জনপ্রিয় হয়ে ওঠেছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো মহান আল্লাহু তায়ালার প্রদত্ত শান্তির প্রতীক ইসলাম ধর্ম। পশ্চিমা দেশগুলোতে তাদের নিয়ন্ত্রিত মিডিয়ায় মুসলমান তথা ইসলাম ধর্মের শত্রুদের বিরুদ্ধে নিশ্চুপ থেকে ওল্টো ওদোর পিন্ডি বুদোর গাঢ়ের মতোই মুসলমানদের ওপর দোষ চাপিয়ে জঙ্গি বানিয়ে ফলাও করে প্রচার চালাচ্ছে যুগ যুগ ধরে।
বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র, রেডিও এবং টিভি চ্যানেলগুলো নিরপেক্ষ না থেকে বিশেষ রাজনৈতিক দলগুলোর পক্ষ অবলম্বন করায় এদেশের সচেতন জনগণ মনক্ষুন্ন, ক্ষুব্ধ ও ব্যথিত। জনপ্রিয় ” দৈনিক ওলামা কন্ঠ ” প্রিন্ট পত্রিকা ইদানিং বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য পাঠক হতাশ হয়েছেন। শুধু অন লাইন পত্রিকায় তৃপ্ত হচ্ছেন না।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ইসলাম প্রিয় সহ সকল ধর্মের সকল বর্ণের সকল জাতির মানুষ আবারো তাদের প্রিয় এই পত্রিকা পাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেছে।
সম্মানীত সম্পাদক মহাদয় কে. এম. নূহু হোসাইন, বার্তা সম্পাদক মো: মাহফুজুর রহমান ও নির্বাহীসম্পাদক মো: সোলাইমান হোসেন সহ অন্যান্য কর্মঠ দায়িত্বশীলদের তত্বাবধানে ” দৈনিক ওলামা কন্ঠ ” প্রথম শ্রেণীর দৈনিকে রূপান্তরিত হয়েছে। পাঠকবর্গ যতবার উক্ত পত্রিকার সংবাদ পাঠ করেন ততোই যেন বিমোহিত – মুগ্ধ হোন। (চলবে)