ইদ্রিস রহমান, বরগুনা থেকে: ভোলা জেলার বোরহানউদ্দিনে মহানবী (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বরগুনা জেলা শাখার আয়োজন করা হয়।
আজ (২৫ অক্টোবর১৯ইং) শুক্রবার বাদ জুমুআ বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তুমুল বৃষ্টির মধ্যেও সংগঠনটি তাদের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ পালন করেছেন।
জেলা সভাপতি মোঃ গোলাম হায়দার স্বপন’র সভাপতিত্বে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাওলানা মো: ইদ্রিস রহমান’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বরগুনা জেলা শাখার নায়েবে ছদর আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল কাদের, পীর সাহেব বাওয়ালকর।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহ-আলম তালুকদার। ইসলামী আন্দোলন বরগুনা জেলার সাবেক সেক্রেটারি মোঃ মেজবাহ আহমেদ মুকুল। ইসলামি শ্রমিক আন্দোলন বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম খান।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ ইমরান হোসেন মনির, ইসলামী শ্রমিক আন্দোলন বরগুনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
বক্তারা আল্লাহর নবীকে নিয়ে যারা কটুক্তি করেছে ও প্রতিবাদে আন্দোলনরত মুসল্লিদের উপরে নির্মমভাবে গুলি করে হত্যা ও আহত করেছে, তাদের দ্রুত উপযুক্ত শাস্তির দাবি জানান। আল্লাহর রাসূলকে অবমাননার বিচারের জন্য একটি ট্রাইবুনাল গঠনের দাবি জানান।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘটে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ গোলাম মাওলা জাহিদ।