শিরোনাম

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশ দল চ্যাম্পিয়ন

 

ওসমান গণি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট খেলায় মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশ দল চ্যাম্পিয়ান হয়েছে। এতে রানারআপ হন মান্দারী স্টুডেন্ট ক্লাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মান্দারী ক্লাবের উদ্যোগে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় ৯০ মিনিটে মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশ ও মান্দারী স্টুডেন্ট ক্লাব দল পাল্টাপাল্টি আক্রমন করেও গোল করতে পারেনি। পরে টাইব্রেকারের মাধ্যমে ২-৪ গোলে মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশ দল বিজয় লাভ করে। এদিকে ফাইনাল খেলা দেখতে মাঠের চারপাশে হাজারও মানুষের ঢল দেখা যায়। কানায় কানায় ভরে উঠে পুরো এলাকা।

খেলা শেষে চ্যাম্পিয়ান দলের হাতে গোল্ডকাপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকটে নুর উদ্দিন চৌধুরী নয়ন। মান্দারি ক্লাবের সভাপতি মোশারফ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দারি ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিজন বি৮হারী ঘোষ, সাংগঠনিক সম্পাদক সোরব হোসেন রুবেল পাটোয়ারী, চর রুহিতা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী

নিউজটি শেয়ার করুন :