শিরোনাম

লক্ষ্মীপুরে যুব-কল্যাণ তহবিল অনুদান পেয়েছে তিন প্রতিষ্ঠান

 

ওসমান গণি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের স্থানীয় তিনটি যুব সংগঠন যুব-কল্যাণ তহবিলের অনুদান পেয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে চেকের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়। এসময় যুব সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ ২৫ হাজার টাকা এবং ‘স্বপ্ন যুব নারী উন্নয়ন সংস্থা’ ও ‘সমাজকল্যাণ সংস্থা’ ২০ হাজার টাকা করে অনুদান পায়। একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া ১৫ জন বেকার যুবক-যুবতীর মাঝে বিভিন্ন হারে ৯ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

এসময় বক্তারা বলেন, চাকরির পেছনে না ছুটে আমাদের বেকার যুবক-যুবতীদের উদ্যোক্তা হওয়া উচিত। কারণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য সরকার যথেষ্ট সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। দেশ ও মানুষের কল্যাণে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মন্তব্য করেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেড থেকে সদ্য প্রশিক্ষণ সম্পূর্ণ করা যুবক-যুবতীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

এর আগে জাতীয় যুব দিবস উদযাপনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখা যায়। দিবসটির এবারের স্লোগান হলো, “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন :