শিরোনাম

শিক্ষার প্রদীপের আলো ছড়াতে ফ্রি ইংলিশ গ্রামার ওয়ার্কশপ করাবে স্বপ্নবুনন

 

ওলামা কন্ঠ ডেস্ক: রাঙ্গামাটি পার্বত্য জেলার শিক্ষার মান উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতাম‚লক সংগঠন “স্বপ্নবুনন ” প্রথমবারের মত তিন মাসব্যাপি সম্প‚র্ণ বিনাম‚ল্যে “ইংলিশ গ্রামার ওয়ার্কশপ” চালু করতে যাচ্ছে। উলে­খ্য যে, পরীক্ষাম‚লক এই প্রজেক্টের আওতায় শুধুমাত্র দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরাই অংশ নেয়ার সুযোগ পাবে।

প্রজেক্টটি প্রচারণার জন্য বেশ কয়েকটি স্কুল-কলেজে ক্যাম্পেইন করার উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গত ১৬ই অক্টোবর থেকে রাঙ্গামাটি সদরের রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি পাবলিক কলেজ, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ এবং আল-আমিন মাদ্রাসায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

পরবর্তীতে আরো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টটির প্রচারণা চালানো হবে বলে আশা ব্যক্ত করে ‘স্বপ্নবুনন’।

প্রজেক্ট ‘ড্রিমলাইট’-এর উদ্ভাবক ও সমন্বয়কারী আবু জাফর আবদুল­াহ জানান, “প্রায় তিন বছর আগে থেকেই এ ধরনের কোনো উদ্যোগ নেয়ার স্বপ্ন দেখছিলাম, আশা করছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ও ‘স্বপ্নবুনন’-এর সহযোগিতা রাঙ্গামাটিতে কল্যাণকর কিছু বয়ে আনবে।”

‘স্বপ্নবুনন’ ম‚লত দুটি উদ্দেশ্যকে সামনে রেখে ‘ড্রিমলাইট’ প্রজেক্টটি বাস্তবায়ন করার প্রয়াস চালাচ্ছে। প্রথমত, পার্বত্য অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য অন্যান্য অঞ্চলের শিক্ষার মান অনুযায়ী পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরন এবং দ্বিতীয়ত, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শিক্ষার আগ্রহ সৃষ্টি, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা।

ধারণা করা হচ্ছে, আবেদনকারীদের মধ্যে বাছাইকরণ প্রক্রিয়া শেষ করে ডিসেম্বর মাসেই চ‚ড়ান্ত উত্তীর্ণকারীদের নিয়ে ওয়ার্কশপটি শুরু করবে ‘স্বপ্নবুনন।’

যোগাযোগ: ০১৫১১১২২০১৮

নিউজটি শেয়ার করুন :