শিরোনাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়ইয়া ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত

 

এম. আমিনুল ইসলাম, ঝালকাঠী: গতকাল ৩০শে জুলাই মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়ইয়া ইউনিয়ন শাখা সভাপতি কাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন এর সঞ্চালনায় ইউনিয়নের উত্তমপুর নুরানী মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা হেদায়তুল্লাহ্ ফয়জী, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের রাজাপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ কারী মোহাম্মদ ইব্রাহিম আল হাদী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝালকাঠী জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আরিফ বিল্লাহ্, রাজাপুর উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল কাদের সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় ২০১৯-২০২১ দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন দুইবারের সাবেক সফল সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি পদে নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেনকে নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির শপথ পাঠ করান প্রধান অতিথি মাওলানা হেদায়তুল্লাহ্ ফয়জী।

নিউজটি শেয়ার করুন :