শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীতে ৬ হাজার ২০ পিস ইয়াবসহ মোঃ তরিকুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় মহানগরীর দৌলতপুরের পাবলা নতুন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম নড়াইল জেলার নড়াগাতী উপজেলার যৌগালিয়া গ্রামের মোঃ ছিদ্দিক মোল্লার ছেলে। র্যাব-৬’র কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ৬ হাজার ২০ পিস ইয়াবা, ২৩৫ টি টিউবলাইট, ২ টি মোবাইল ফোন, ৪ টি সীমকার্ড, ১ টি মেমোরি কার্ড ও ৪৭০ টাকা জব্দ করা হয়। তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
নিউজটি শেয়ার করুন :