নওগাঁ সংবাদদাতা: নওগাঁয় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের সময় তিন যুবককে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।
১০ নভেম্বর ভোর ৫ টার দিকে উপজেলার বড়থা বাজারের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ফজলুর রহমানের ছেলে এখলাস হোসেন সম্রাট (২০) পত্নীতলা উপজেলার চকজয়রাম গ্রামের শাহিদ শেখের ছেলে নাহিদ হোসেন (২৫) ও বাবনাবাজ গ্রামের গৌরচন্দ্র মন্ডলের ছেলে বিকাশ চন্দ্র মন্ডল (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলাধীন ফতেপুর টু মাতাজী বাইপাস রাস্তা দিয়ে আড়ানগর ইউনিয়নের দুই সবজি ব্যবসায়ী ভোরবেলা সবজি কেনার উদ্যেশে জেলার বদলগাছী উপজেলার দিকে রওয়ানা দেন।
পথে কাজিপুর ডাবল ব্রীজের সামনে থেকে বড়থা বাজারের সামনে পর্যন্ত একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক ইজিবাইকে থাকা ব্যবসায়ীদের ধাওয়া করেন।
পরে ছিনতায়কারীরা মোটরসাইকেল দিয়ে রাস্তা আটকে দিলে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে কি আছে দিতে বলা হয়। এতে ব্যবসায়ীদের সন্দেহ হলে চিৎকার শুরু করে।
এতে স্থানীয়দের সহযোগীতায় নাহিদ হোসেন ও বিকাশ চন্দ্রকে আটক করা হলেও সম্রাট পালিয়ে যায়। পরে থানা পুলিশের সহযোগীতায় সম্রাটকে আটক করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা দুইজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। আটককৃতদের নামে থানায় ছিনতাই ও প্রতারণা মামলার রেকর্ড করে নওগাঁ জেলা আদালতের মাধ্যমে আসামীদের রোববার রাতে কারাগারে প্রেরণ করা হয়।