শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনায় ২০১৮-১৯ করবর্ষে ৭৭জন সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ করদাতা তরুণ, সর্বোচ্চ করদাতা নারী, দীর্ঘ সময় করদাতা সম্মাননা পাচ্ছেন। ১৩ নভেম্বর খুলনা সিটি ইন হোটেলে তাদের সম্মাননা দেবে কর অঞ্চল খুলনা।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে সাত দিনব্যাপী আয়কর মেলা ও সেরা করদাতাদের সম্মাননা উপলক্ষে এক মতবিনিময়ে এসব তথ্য জানান খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়।
১৪-২০ নভেম্বর খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সাত দিনব্যাপী আয়কর মেলা হবে। মেলায় সহজ, ভোগান্তিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ৪২টি স্টল থাকবে। রিটার্ন জমা, নতুন টিআইএন গ্রহণ, ব্যাংকের বুথসহ সংশ্লিষ্ট সকল সেবা মেলার স্টলেই মিলবে।
কর কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন, কর বিভাগ করদাতাদের বন্ধু। করের আওতায় থাকা সবাইকে কর দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি অর্জিত সম্পদের বৈধতা নিশ্চিত করতে হবে।
সভায় জানানো হয়, ২০১৮-১৯ করবর্ষে খুলনা কর অঞ্চলে দুই হাজার চারশ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থ বছরে কর আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা দুই হাজার ৮৪০ কোটি টাকা। প্রথম প্রান্তিকে এরই মধ্যে ৬২৯ কোটি টাকা আদায় করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ বেশি।
সভায় আরো জানানো হয়েছে, ২৪ হাজার নতুন করদাতা শনাক্তকরণ লক্ষ্যমাত্রার বিপরীতে এরই মধ্যে ৩৪ হাজারে বেশি নতুন করদাতা টিআইএন নিবন্ধন গ্রহণ করেছেন। এ নিয়ে খুলনা কর অঞ্চলে টিআইএন ধারী হয়েছে তিন লাখ ৬৫ হাজার।