শিরোনাম

নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে লক্ষ্মীপুর ২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া

 

ওসমান গণি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর ২ আসনের সাবেক এমপি লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টায় তার হামছাদি ইউনিয়নে নিজ বাড়িতে জেলা উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিতি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আলম বুলবুল।লক্ষ্মীপুর সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট জহিরুল ইসলাম। চররুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিম চৌধুরী। সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, চররুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাংবাদিক ওসমান গণি,আমির হোসেন, আব্দুল হান্নান, সহ আরো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর ২ আসন থেকে তিন তিনবার নির্বাচিত এমপি ছিলেন এবং লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য।

তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন। নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ দলীয় কার্যক্রমে তিনি লক্ষ্মীপুর এসেছেন।

নিউজটি শেয়ার করুন :