শিরোনাম

ওলামায়ে কেরাম স্বাধীনতার অতন্ত্রপ্রহরী: আল্লামা আহমদ শফী

 

কুমিল্লা প্রতিনিধি: এদেশের ওলামায়ে কেরাম স্বাধীনতার অতন্ত্রপ্রহরী। দ্বীন ও দেশ বিরোধী সকল অপশক্তি রুখতে ওলামায়ে কেরামকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কুমিল্লা মুরাদনগর উপজেলার ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ইসলামী মহা সম্মেলনে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর চেয়ারম্যান ও চট্রগ্রাম হাটহাজারী আরবী বিশ্ব বিদ্যালয়ের মহা পরিচালক আমিরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী এ কথা বলেন।

রবিবার (১৭ নভেম্বর) এ সম্মেলনের আয়োজন করেন মুরাদনগর উপজেলা কওমী মাদ্রাসা ওলামা পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খতিবে আজম আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সহ-সভাপতি আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা মুফতি ফয়জুল্লাহ। আরো উপস্থিত ছিলেন, মাও. খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতি মুশতাকুন্নবী কাসেমী, মাওলানা হাসান জামিল, মাওলানা আনাস মাদানীসহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম।

নিউজটি শেয়ার করুন :