এম,লুৎফর রহমান, ঝালকাঠি: আজ (১৯ নভেম্বর’১৯) মঙ্গলবার সকালে হঠাৎ করে লবনের দাম বেড়েছে এমন গুজব ওঠে। মূহুর্তের মধ্যেই খবর ছড়িয়ে পরে দেশের গ্রামগঞ্জের বাজার গুলোতে, সঙ্গে সঙ্গে শুরু হয় লবন ক্রয়ের ধুম, বরিশাল বাকেরগঞ্জের নিয়ামতি বন্দর ঘুরে দেখাগেছে ক্রেতাদের ভির।
এবিষয়ে শিল্প মন্ত্রনালয় ইতিমধ্যে ব্রিফিং দিয়েছেন যে দেশে পর্যাপ্ত লবন মজুত আছে, তাই লবনের দাম বৃদ্ধির খবরটি গুজব, দেশবাসিকে গুজবে কান না দিতে আহ্বান করা হয়েছে।
ক্রেতাদের ভির দেখে মনেহলো মন্ত্রনালয়ের ব্রিফিংয়ে দেশবাসি আশ্বস্ত নয় বরং তারা হতাশ পিয়াজের দাম জখন চরমে, তখন যদি আবার লবনের দাম সত্যিই বেড়ে যায় তবে বিপাকে পরবে দেশ ও দেশের জন জীবন তাই কম থাকতেই সকলে সংগ্রহে রাখার জন্যই মুলত লবন কিনছেন।
নিউজটি শেয়ার করুন :