শিরোনাম

লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্রসহ চার ডাকাত আটক

ওসমান গণি-লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২০নভেম্বর) ভোর রাতে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি এলজি, ৪ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ১টি চুরিও ২টি রড উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন, সোনাপুর ইউনিয়নের মৃত আব সাঈদ বেপারীর ছেলে ইয়াসিন হোসেন বুলেট একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. সোহেল পৌর দেনায়েতপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইমান হোসেন ও দক্ষিন দেনায়েতপুর গ্রামের শাহাজান মিয়ারে ছেলে শাকিল হোসেন, তাদের বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
রায়পুর থানার ওসি (তদন্ত) শিপন বড়–য়া জানান, আটককৃতরা অন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বামানী ইউনিয়নের ওই গ্রামে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন খবরে ওই এলাকায় অভিযান চালায় টহল পুলিশ। এ সময় অস্ত্র- গুলিসহ ডাকাতির সরঞ্জামসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশ।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দু’টি মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন :