শিরোনাম

লক্ষ্মীপুরে সিএনজি চাপায় শিশুর মৃত্যু

ওসমান গণি, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজি চাপায় মাইশা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চাঙ্গিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মাইশা আক্তার রামগঞ্জের চাঙ্গিরগাঁও এলাকার জবেদ উল্যাহ মৌলভী বাড়ির দিনমজুর মিজানুর রহমানের মেয়ে। সে স্থানীয় দি মর্ডাণ স্কুল এন্ড কলেজের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্কুলের সামনের রাস্তা পার হচ্ছিলো শিশু মাইশা আক্তার। এসময় দ্রুতগ্রামী একটি সিএনজি তাকে চাপা দিয়ে আহত করে। পরে স্থানীয়রা মাইশাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে শিশু মাইশার লাশটি উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন :