শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় ছালাম গাজী (৫৫) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূবৃর্ত্তরা। এ ঘটনায় মনিরুল ইসলাম (৪৫) নামের একজন কে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তার উপর এ ঘটনা ঘটে। নিহত ছালাম গাজী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে। পেশায় ঘের ব্যবসায়ী।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক শেখ বলেন, কে বা কারা রাতে ছালাম গাজীকে কুপিয়ে গজালিয়া গ্রামের একটি রাস্তার উপর ফেলে রেখে যায়। এঘটনা জানতে পেরে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তাকে মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমারা একজনকে আটক করেছি। এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।
নিউজটি শেয়ার করুন :