মুহা. টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধি: (৩১ জুলাই ১৯ইং) বুধবার, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এর সভাপতি মামুন হুসাইন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ কমিটির সভাপতি এম. মোমিনুল ইসলাম লিংকন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ কমিটির সহসভাপতি গাজী মুহা.রেদোয়ান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ব্রিটিশ বিরোধী আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।”
তিনি বলেন, “৭১ এ যেমন ছাত্র সমাজ পাকিস্তানিদের বিষ কামড় থেকে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল ঠিক তদ্রুপ এখন দেশের স্বাধীনতা রক্ষার জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে। তাই আদর্শ ছাত্র সমাজ গঠনের কোন বিকল্প নেই। আর আদর্শ ছাত্র সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ছাত্রদের মসজিদে নববীর আদর্শে গড়ে তোলার লক্ষ্যে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা সকল কার্যক্রম পরিচালনা করছে।”
প্রধান অতিথি গত সেশন এর কমিটি বিলুপ্ত করে, নতুন কমিটি ঘোষণা করেন।
নবনির্বাচিত কাণ্ডারিগণ হলেন:
- ১. সভাপতি :-জাহিদুল ইসলাম
২. সহ-সভাপতি:-আমিরুল ইসলাম
৩. সাধারন সম্পাদক:-শিহাব উদ্দীন
৪. সাংগঠনিক সম্পাদক:-মুহা:মাহবুব
৫. প্রশিক্ষণ সম্পাদক:-মুহা.সোহেল
৬. প্রচার সম্পাদক:-মুহা.খালেদ মাহমুদ
৭. অর্থ সম্পাদক:-রেদোয়ান ইসলাম নোমান
৮. ছাত্র কল্যান সম্পাদক:-মুহাম্মাদ হাসান
৯. সাহিত্য সম্পাদক:-মুহা.বনী আমিন
কলেজ কমিটির সাধারণ সম্পাদক মুহা.আবুল হাসান ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট নব নির্বাচিত কমিটিকে কলেজ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান ও নতুন কমিটি শাখার কাজকে আরো বেগবান করবে বলে আশা ব্যাক্ত করেন।