শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনার ফুলতলা থানা পুলিশ রোববার সকালে মোঃ আলামিন সুমন (২৮) নামে এক যুবকের মরদেহ ফুলতলার উত্তর আলকা গ্রামস্থ নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে উদ্ধার করে। তিনি ঐ গ্রামের মোঃ আবু তালেব মোড়লের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সুমনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার বিকালে সোহেল তার স্ত্রীকে আনতে নড়াইলের চাকই গ্রামস্থ শ্বশুরবাড়িতে যায়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাকে লাঞ্চিত করে এবং স্ত্রীকে তার সাথে পাঠায়নি। এতে মানুষিক বিপর্যয় থেকে সুমন আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিউজটি শেয়ার করুন :