শিরোনাম

লৌহজং এ খাস জমি-খাল দখল করে প্রভাবশালী নেতাদের ব্যবসা চলছেই

 

আ.স. ম. আবু তালেব: ডিজিটাল বাংলাদেশ। দিন বদলের পালা। সেই সাথে বদলে যাচ্ছে লৌহজং এ খাস জমি – খাল দখলকারী সুবিধাবাদি নেতাদেরও ভাগ্য। গোয়ালী মান্দ্রার হাট, ঘোড়াদৌড় বাজার, কনকসার বাজার, মাওয়া বাজার, কুমার ভোগের চন্দ্রের বাড়ি বাজার ও অন্যান্য বাজার সংলগ্ন খাস জমি – খাল দখল করে মার্কেট বা দোকান নির্মাণ করে পঞ্চাশ হাজার টাকা অগ্রীম নিয়ে মাসিক দুই থেকে তিন হাজার টাকা চুক্তিতে দোকান ভাড়া দিচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এছাড়া কনকসার ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের খালটি প্রভাবশালী স্বার্থবাদী কতিপয় নেতা জনপ্রতি মোটা অংকের টাকা খেয়ে বিক্রয় করেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

এসব নেতাদের পূর্বে তিন বেলাও ভাত জুটেনি। ভাগ্যের পরিবর্তন ঘটে যাওয়া অনেক নেতাই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। মোটর সাইকেল যোগে তাদের অবাধ বিচরণ এখন অনেকেরই নজরে পড়ছে। বিভিন্ন স্থানে খালে বাঁধ দেওয়ায় সময় মত কৃষকগণ জমিতে পানি সেঁচ দিতে পারছেনা। এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি দিবেন কি?

নিউজটি শেয়ার করুন :