শিরোনাম

এক টাকার খাবার দিয়ে সহানুভূতি কি পথ শিশুরা পেতে পারে না?

প্রধান উদ্যোক্তা ও সভাপতি: নাজমুল ইসলাম শুভ, সহকারী সম্পাদক: দিপ্ত রাজ সাহা (রাজু) অর্থ সম্পাদক: আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: আদিবা সুলতানা।

মোছা. আদিবা সুলতানা, পিরোজপুর বিশেষ প্রতিনিধি: পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ’র স্টুডেন্ট তরুন-তরুনীদের উদ্যোগে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের জন্য “এক টাকার খাবার” নামে একটা সংগঠন করেছেন। জানা যায় তারা প্রকৃতপক্ষে যে সকল মানুষ সুবিধাবঞ্চিত বা অভাবগ্রস্থ পথ শিশু। যারা সামান্য টাকার জন্য না খেয়ে থাকে, তাদের হাতে ১ টাকার বিনিময়ে সামান্য কিছু খাবার তুলে দেয়া তাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে কিছু তরুন-তরুনীরা।

এতে প্রধান উদ্যোক্তা ও সভাপতি: নাজমুল ইসলাম শুভ, সহকারী সম্পাদক: দিপ্ত রাজ সাহা (রাজু) অর্থ সম্পাদক: আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: আদিবা সুলতানা প্রমূখ।

স্টুডেন্টরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা দিচ্ছে এবং একটা ডোনেশন বক্স নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে স্কুল, কলেজ, অফিস, সব জায়গায়। সবাই যে যার মত সাহায্য করছে। তাদের কোন স্বার্থ নেই, শুধুমাত্র একজন ক্ষুধার্থ ব্যক্তির মুখে হাসি ফোটানোর জন্য এই উদ্যোগটি নিয়েছেন তারা। তাদের বিশ্বাস একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিতে পেরে তারা সত্যিই নিজেদের ধন্য মনে করেন। তাদের এই কার্যক্রম শুরু হয় ২২ মার্চ ২০১৯ ইং।

প্রধান উদ্যোক্তা ও সভাপতি: নাজমুল ইসলাম শুভ-কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা প্রতি শুক্রবার এই কার্যক্রম টা করি। যেখানে ৬০-৭০ জন পথ শিশুকে প্রত্যেক শুক্রবার জুমা বাদ এই খাবার দেয়া হয়। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই কার্যক্রমে সফল হয়েছি। আমরা চাই আরও এগিয়ে যেতে।

আমরা যদি তিন বেলা পেট ভরে খেতে পারি, তাহলে ওরা কেন এক বেলা পারবে না? ওরা বিলাসিতা চায় না। ওরা চায় বাঁচার জন্য খাবার। এই খাবার ওদের মাঝে পৌঁছে দেয়ার উদ্দেশ্য নিয়েই আমাদের পথ চলা। আমাদের পথ চলা আরো দীর্ঘায়িত করতে আপনাদের সাহায্যও একান্ত কাম্য। খাবার বিতরণ আমাদের প্রধান কাজ। তবে এর পাশাপাশি আমরা রমজান মাসে ইফতারির আলাদা ব্যবস্থা করি।

তারা দেশবাশীকে র্থীক সহযোগিতা করে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তারা গত ঈদ-উল ফেতর ও কুরবানীর দুই ঈদে নতুন পোষাক বিতরণ করেছিল। আসছে শীতে শীতবস্ত্র ও কম্বল দিবে এমনটাই জানিয়েছেন তারা। তবে তাদের আরো প্লান নিয়ে সামনে পথ চলার ইচ্ছা আছে- ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন :