গিয়াস উদ্দিন, সিলেট: সিলেট ৪ আসনের সংসদ ও বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অর্থনীতি, অবকাঠামো, কূটনীতি জাতীয় নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের মধ্যদিয়ে দেশ এগিয়ে চলছে।
তিনি বলেন, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।সরকার গ্রামকে শহরে পরিণত করতে চায়। এজন্য গ্রাম উন্নয়নের জন্য সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার নন্দীর গাঁও ইউনিয়নের বহর কালেঙ্গার পার পাকা সড়ক নির্মাণ, প্রায় তিন কোটি টাকা ব্যায়ে বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও ৩২ লাখ টাকা ব্যায়ে বহর কটাই মিয়ার বাড়ির নিকটে নির্মিত ব্রিজের উদ্বোধন করেন।
তিনি শুক্রবার সাড়ে নয়টায় গোয়াইনঘাট উপজেলার নন্দীর গাঁও ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্ধোধন করেন। এসময় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।