এম, লুৎফর রহমান, জেলা প্রতিনিধি, ঝালকাঠি: গাড়ি ড্রাইভিং ও গাড়ির মালিকদের জন্য বিআরটিএ এর নতুন আইন মেনে যে সকল ড্রাইভার হেলমেট পড়ে বাইক ড্রাইভিং করায় ঝালকাঠি রাইডার্স এর পক্ষ থেকে একটি ফুলের স্টিক ও একটি মিমি চকলেট দিয়ে শুভেচ্ছা প্রদান করেন।
শনিবার (৩০ নভেম্বর’১৯ইং) সকালে ঝালকাঠি কলেজ মোড়ে ট্রাফিক সিগন্যালে যখন ঝালকাঠি পুলিশ ফাঁড়ির সার্জন মোঃ তোতা মিয়া (এসে.আই) তিনি গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স চেক করার সময় ঝালকাঠি রাইডার্স এর সদস্যগণ ড্রাইভার দের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান।
নিউজটি শেয়ার করুন :