শিরোনাম

শায়খে চরমোনাইর সচিব আবু বকর ইউটিউব চ্যানেল কর্তৃক Abu Bakar Media সিলভার বাটন পেয়েছেন

২০১৩ সালের ৪ জুলাই চ্যানেলটির আত্মপ্রকাশ ঘটে। চ্যানেলটির ভিউ এখন পর্যন্ত প্রায় দেড় কোটির বেশি হয়েছে।

ওলামা কন্ঠ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদের নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ ফয়জুল করীম’র একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দীক কর্তৃক পরিচালিত ইউটিউব চ্যানেল ‘Abu Bakar Media’ সিলভার বাটন পেয়েছে। চ্যানেলে ১ লক্ষ সাবস্ক্রাইবের মাইলফলক পূর্ণ হওয়ায় ইউটিউব কর্তৃপক্ষ সম্মানসূচক এ সিলভার বাটন দিয়েছে।

সৈয়দ মুফতি সৈয়দ ফয়জুল করীম সাহেবের বয়ান, বক্তব্য ও আলোচনাগুলী তার মিডিয়ায় আপলোড দিত। ২০১৩ সালের ৪ জুলাই চ্যানেলটির আত্মপ্রকাশ ঘটে। চ্যানেলটির ভিউ এখন পর্যন্ত প্রায় দেড় কোটির বেশি হয়েছে। শাইখে চরমোনাই এটি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেন। বর্তমানে চ্যানেলটিতে ১ লক্ষ ৩৬ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।

ইউটিউব চ্যানেলটির সত্ত্বাধীকারী ও শাইখে চরমোনাইর একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দীক বলেন, এই সাফল্যে দীনের প্রচারে আমরা আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত হবো। আনন্দঘন মুহুর্তে তিনি ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার, ভিউয়ারসহ সকল হিতাকাঙ্ক্ষীকে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন :