২০১৩ সালের ৪ জুলাই চ্যানেলটির আত্মপ্রকাশ ঘটে। চ্যানেলটির ভিউ এখন পর্যন্ত প্রায় দেড় কোটির বেশি হয়েছে।
ওলামা কন্ঠ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদের নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ ফয়জুল করীম’র একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দীক কর্তৃক পরিচালিত ইউটিউব চ্যানেল ‘Abu Bakar Media’ সিলভার বাটন পেয়েছে। চ্যানেলে ১ লক্ষ সাবস্ক্রাইবের মাইলফলক পূর্ণ হওয়ায় ইউটিউব কর্তৃপক্ষ সম্মানসূচক এ সিলভার বাটন দিয়েছে।
সৈয়দ মুফতি সৈয়দ ফয়জুল করীম সাহেবের বয়ান, বক্তব্য ও আলোচনাগুলী তার মিডিয়ায় আপলোড দিত। ২০১৩ সালের ৪ জুলাই চ্যানেলটির আত্মপ্রকাশ ঘটে। চ্যানেলটির ভিউ এখন পর্যন্ত প্রায় দেড় কোটির বেশি হয়েছে। শাইখে চরমোনাই এটি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেন। বর্তমানে চ্যানেলটিতে ১ লক্ষ ৩৬ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।
ইউটিউব চ্যানেলটির সত্ত্বাধীকারী ও শাইখে চরমোনাইর একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দীক বলেন, এই সাফল্যে দীনের প্রচারে আমরা আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত হবো। আনন্দঘন মুহুর্তে তিনি ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার, ভিউয়ারসহ সকল হিতাকাঙ্ক্ষীকে শুভেচ্ছা জানান।