শিরোনাম

ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম বিমান বন্দর সংলগ্ন গরু-ছাগলের এক বিরাট হাট

 

মোস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম: চট্রগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪১নং ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম বিমান বন্দর বাটারফ্লাই পার্কের দক্ষিণ পার্শ্বে বালুর মাঠে এক বিশাল গরু ছাগলের হাট।

আজ (১ আগষ্ট ১৯ইং) বৃহস্পতিবার, উক্ত গরু ছাগলের হাটটি আয়োজন করেন, ৪১নং ওয়ার্ডে কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীর একমাত্র সুনামধন্য ছেলে জনাব মোঃ ওয়াহিদুল আলম চৌধুরী।

তিনি সাংবাদিকদেরকে জানান, “আমাদের এই গরু ছাগলের হাটে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমের গরু ছাগল আসবে। এবং এই গরু ব্যবসায়ীদেরর জন্য থাকা খাওয়া ও নিরাপত্তার সুব্যবস্থা আমরা করেছি। গরু ব্যবসায়ীরা যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেজন্য আমাদের রয়েছে প্রসাশনের কঠিন নিরাপত্তা।”

তিনি বলেন, “আমাদের দক্ষিণ পতেঙ্গা ৪১নং ওয়ার্ডের মানুষগুলো যেন দূরে গিয়ে কষ্ট করে কোরবানীর পশু না কিনতে হয় সেজন্য দক্ষিণ পতেঙ্গা ৪১নং ওয়ার্ডের এলাকাবাসীর জন্য এই গরু ছাগলের হাটটি করেছি। আমাদের লাভ হল না ক্ষতি হল সে ব্যাপারে আমাদের কোনো আফসোস নেই, তবে আমাদের একটাই লক্ষ্য সেটা হল সবাই যেন সুন্দর ভাবে পবিত্র ঈদ-উল-আযহার পশু কোরবানী দিতে পারে। আর এটাই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরো বলেন, “আজকে যদি পবিত্র ঈদ-উল-আযহার চাঁদ দেখা যায় তাহলে কালকে আমাদের গরু ছাগলের হাটটি শুভ উদ্বোধন করব ইনশাআল্লাহ্‌।”

এসময় গরু ছাগলের হাটে উপস্থিত ছিলেন, জনাব মো: হারুন মেম্বর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ৪১নং ওয়ার্ড, হাজী মোঃ নুরুল আলম সাধারণ সম্পাদক ৪১নং ওয়ার্ড, মোঃ জাবেদ হোসেন কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক ৪১নং ওয়ার্ড, মোঃ লোকমান হাকিম সেচ্ছাসেবক লীগ সভাপতি ৪১নং ওয়ার্ড, মোঃ কামরুল ইসলাম রাশেদুল ৪১নং ওয়ার্ড।

এতে আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির মেম্বর জনাব মো: নাঈম উদ্দিন ৪১নং ওয়ার্ড, ছাত্রলীগ নেতা মোঃ সেতু ইকরাম ৪১নং ওয়ার্ড, মো: ফারাদি শুভসহ অনেক নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন :