শিরোনাম

নোয়াখালীতে দুদকের যৌথ অভিযানে ৫ জনকে ৩ মাসের কারাদন্ড

 

এম.এস আরমান,নোয়াখালী: দুদক হট লাইন ১০৬ এ প্রাপ্ত অভিযোগ ও জেলা ম্যা‌জি‌স্ট্রেটের নি‌র্দেশনা অনুযায়ী নোয়াখালী জোনাল সেটেলম্যান্ট এর জোনাল রেকর্ড রুম এগতকাল (২ডিসেম্বর’১৯) রোজ সোমবার বিকাল ৩.৩০ থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসন ও দুদক নোয়াখালীর সমন্বিত অভিযান পরিচালনা করে ৫জনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান (Ruknuzzaman Khan Rukon)। সমন্বিত জেলা কার্যালয় (দুদক) নোয়াখালী এর সহকারী পরিচালক জনাব সুবেল আহমেদ (Sobel Ahmed) ও তার টিম।

এসময় মোবাইল কোর্টের অভিযানে দেখা যায়- আসামীগণ জোনাল রেকর্ড ‍রুমে খতিয়ান নিতে আসা লোকজনের নিকট থেকে অবৈধভাবে টাকা গ্রহণের মাধ্যমে ভূয়া খতিয়ান সরবরাহ করছিল এবং বিভিন্ন জনের সাথে খাতিয়ান দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হচ্ছিল।
আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়- সেবা ও খতিয়ান নিতে আসা সাধারণ মানুষকে অফিস কক্ষের গেইটের বাইরে থেকে সেবা প্রদানের জন্য স্লিপের মাধ্যমে টাকা আদায় করে সেবা প্রত্যাশীদের নিকট ভূয়া খতিয়ান সরবরাহ করতো তারা।

অভিযানের সময় জোনাল রেকর্ড রুমের কর্মচারীদের জোগসাজস রয়েছে বলেও জানা যায় এবং এ বিষয়ে সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী অধিকতর তদন্ত করে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশনে সুপারিশ পেশ করবে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ, নোয়াখালী।

আসামীগণ হলেন: ১. মো: মনির হোসেন (৩৮), ২. বাবুল মিয়া (৫৫), ৩. আব্দুর রহিম (৪৭), ৪. মো: নুরুল ইসলাম (৩৯), এবং ৫। মো: সাইফুল ইসলাম (৪৪)।

নিউজটি শেয়ার করুন :