শিরোনাম

বাসাসপ কক্সবাজার জেলা শাখার বিজয় অনুষ্ঠান 

আমির বিন সুলতান, বিশেষ প্রতিনিধিঃ মূলধারার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ), কক্সবাজার জেলা শাখার আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে “ডিসেম্বরের বিজয়ে কবি – সাহিত্যিকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও বিজয়ের কবিতা পাঠ” অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

চকরিয়া প্রেসক্লাব কনফারেন্স হলে অনুষ্ঠিত বাসাসপ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মিরাজ মাহমুদের সভাপতিত্বে এবং কবি রবিউল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিশেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সাহিত্য সম্পাদক কবি ও গবেষক অধ্যাপক কমরুদ্দিন আহমেদ।

আমন্ত্রিত অতিথি হিশেবে উপস্থিত ছিলেন কবি আরেফা ছিদ্দিকা, কবি ও গল্পকার অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী, বাসাসপ কেন্দ্রীয় প্রধান সমন্নয়ক কবি ও কথাসাহিত্যিক মুহাম্মদ ইয়াকুব, কবি ও সাহিত্য সমালোচক ইবনে আলতাফ, কবি ও সংগঠক মাসুদ পারভেজ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ।

এছাড়াও উপস্থিত থেকে আলোচনা ও স্বরচিত বিজয়ের কবিতা পাঠ করেন কবি মোস্তফা কামাল ছিদ্দিকী, বাংলাদেশ বেতারের সুরকার ও গীতিকার ওমর ফারুক, কবি ইসমাইল উদ্দিন নিশান, সাংবাদিক জাহেদ চৌধুরী, কবি একেএম এরশাদ উল্লাহ, কবি ও ছড়াকার সাদ্দাম হোসেন, কবি মুহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, সাহিত্য সমঝদার আমির হোসেন, কবি এরফানুল হক প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ডিসেম্বরের বিজয়ের নেপথ্যে দীর্ঘ ইতিহাস, সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা বর্ণণা করে রণাঙ্গণে কবি – সাহিত্যিকদের অভূতপূর্ব ভূমিকার কথা বলেন।

অনুষ্ঠানে কবি মোহাম্মদ আলী চৌধুরী, কবি ও সমালোচক এবনে আলতাফ, কবি মুহাম্মদ ইয়াকুব, সাংবাদিক নেতা আব্দুল মজিদকে কবি কমরুদ্দিন আহমদ এবং কবি আরেফা সিদ্দিকা তাঁদের প্রকাশিত গবেষণাগ্রন্থ এবং কাব্যগ্রন্থ উপহার দেন। তরুণ কবি ও ছড়াকার মোঃ সাদ্দাম হোসেন কবি কমরুদ্দিন আহমদ এবং কবি মুহাম্মদ ইয়াকুবকে তাঁর সদ্য প্রকাশিত ‘যাচ্ছে উড়ে অনেক দূরে’ ছড়াগ্রন্থটি আনুষ্ঠানিকভাবে উপহার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন :