এম.এস আরমান,নোয়াখালী: গতকাল (৯ ডিসেম্বর’১৯) রোজ সোমবার বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী (দক্ষিণ) জেলার উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি মুজিব কলেজ মাঠে ৭, ৮ ও ৯ ডিসেম্বরের ৩ দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহা. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
তিনি বলেন কবরে পীরের পরিচয় চলবেনা,
যদি চলতো তাহলে রাসুল (সা.) এর ভংষধররা কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করতোনা,কবরে নেতার পরিচয় চলবেনা,কবরে টাকার গরমও চলবেনা বল্লেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম,
চরমোনাই পীরেরর কবর ও হাশরের বয়ানে উপস্থিত মোসল্লিদের মধ্যে অঝোর কান্না ও আর্তচিৎকার করতে দেখাযায় যা ইতিপূর্বে কখনো কোম্পানীগঞ্জবাসী দেখেনি,
এছাড়াও মাহফিলের মাঠে আল্লাহ পাকের জিকির পুরো এলাকাবাসীকে মুখোরিত করে তুলেছে।
উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করেন পীর সাহেব চরমোনাই (রহ.) এর খলিফা অধ্যক্ষ হাফেজ মাও. ইউনুছ আহমদ,বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্রগ্রাম বিভাগিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী,ইসলামী একাডেমি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ আজাদী,নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাও. মুহা. জাফর উল্যাহ, বসুরহাট জামেয়া তালিমিয়া মাদ্রাসা প্রেন্সিপাল মাওঃ মাহমুদ মাদানী,বসুরহাট আশ্রাফুল উলূম মাদ্রাসা সহকারী পরিচালক মাওঃ আহমদ, জামেয়া আরাবিয়া মুছাপুরের মুহাদ্দিস মাওঃ আবুল কালামসহ প্রমুখ আলেমবৃন্দ।