এম.এস আরমান,নোয়াখালী: আজ (১২ডিসেম্বর’১৯) রোজ বৃহস্পতিবার নোয়াখালীর সুবর্ণচর চর আমানউল্লাতে মাওঃ মিজানুর রহমান-আল আজহারীর মাহফিল প্রশাসন নিষিদ্ধ করেছেন।
উক্ত মাহফিল নিষিদ্ধ হওয়ার পিছনে জড়িত
চুটকিবাড়ী নূরানী বোর্ড এর প্রধান প্রশিক্ষক এবং বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব হযরত মাওলানা শফিক উল্যাহ এমন গুজব ছড়িয়ে পড়েছে সবত্র, বিষয়টি সম্পর্কে এলাকার মানুষ জানতে চাইলে শফিক উল্যাহ সাহেব বলেন এই বিষয়ে আমি কিছুই জানিনা এবং মাহফিল সম্পর্কেও আমি তেমন কিছুই জানিনা, বিষয়টি নিয়ে এলাকাতে প্রতিনিয়ত আলোচনা সমালোচনার একপর্যায়ে হুজুর সংবাদ সম্মেলন করতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে হুজুরের বড় ছেলে মাওলানা আশ্রাফ আলী দিদার বলেন গুজবের অপপ্রচার প্রথমে আমার দিকে ছিলো পরে আমার ভাগিনা মুহাম্মদ খালেদ হোসেন এর দিকে যায় একপর্যায়ে এখন আমার আব্বু মাওলানা শফিক উল্যাহ সাহেবের দিকে গড়িয়েছে।
হুজুরের বড় ছেলে মাওলানা দিদার আরো বলেন প্রথম অবস্থায় আমাদের কথা বলার পরও আমরা চুপ ছিলাম কিন্তু পরবর্তিতে বিষয়টি যখন আব্বুর দিকে চাপানো হচ্ছে তখন আমাদের মনেহলো এখন আর চুপ থাকা উচিত হবেনা তাই সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিলাম,
তিনি আরো বলেন এলাকার একটি কুচক্রী মহল এই ভিত্তিহীন অভিযোগ এবং গুজব গুলো ছড়াচ্ছে,অভিলম্বে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানান চুটকিবাড়ী হুজুরের বড় ছেলে মাওঃ দিদার।