এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাস্টমস ভ্যাট ও এক্সাইজ বিভাগ, র্যা পিড একশন ব্যাটেললিয়ন (র্যা ব), আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এনএসআই এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের যৌথ অভিযানে ইটের পরিমাপে কম দেওয়া ও লাইসেন্সবিহীনভাবে ইট ভাটা পরিচালনার দায়ে খোকন ব্রিকস মেনুফেকচারার কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এ ১লক্ষ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫০হাজার টাকা এবং আহম্মদ উল্যাহ ব্রিকস কে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫০হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান (Ruknuzzaman Khan Rukon) ও আসমা বিনতে রফিক। আদালত পরিচালনায় সহযোগিতা করেন টাস্কফোর্সে উপস্থিত দপ্তর সমূহ। জেলা প্রশাসক জনাব তন্ময় দাস মহোদয়ের নির্দেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোবাইল কোর্টের এ কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক জনাব তন্ময় দাস টাস্কফোর্স কার্যক্রমকে আরও জোরদার করার নির্দেশনা দিয়ে ভিন্ন ভিন্ন বিষয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন