শিরোনাম

গোয়াইনঘাটে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শিক্ষিকা তাজ উদ্দিন ও নমিতা রাণী

 

গিয়াস উদ্দিন, সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেট জেলার গোয়াইনঘাটে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষকা নির্বাচিত হয়েছেন তাজ উদ্দিন ও নমিতা রাণী দাস।

বুধবার দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মান সম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার মত বিনিময় সভা ও শিক্ষা পদক অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ তাজ উদ্দিন তোয়াক্কুল ইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষকা নমিতা রাণী দাস আটলিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদে চেয়ারম্যান ফারুক আহমেদ। এবং অনুুষ্ঠানে সভাপতি ছিলেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ পাল। এবং তিনি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন :