বিশেষ প্রতিনিধি, আমির বিন সুলতান:
বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২০ আগামী ২ জানুয়ারি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ সম্মেলনটি হবে।
এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ও বিশ্ববিখ্যাত ক্বারীগণ অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে ও আয়োজনে এ সম্মেলন হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পারি। ২ তারিখ শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের প্রখ্যাত ও নন্দিত শায়েখগণ বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি সম্মেলনে অংশগ্রহণ করবেন।
এ সম্মেলন সম্পর্কে খুব শীঘ্রই প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
নিউজটি শেয়ার করুন :