ওলামা ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম,দক্ষিণ জেলার সহপ্রচার সম্পাদক ও বাঁশখালী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাও. আতাউল্লাহ ইসলামাবাদী’র শ্রদ্বেয় পিতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস্য মাও. আবু তাহের সাহেব আজ ভোর ৫.০০ টায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা।
আজ ১৫ ডিসেম্বর ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন মুনতাসির ও সহসভাপতি কলামিষ্ট ও সাহিত্যিক নুর আহমদ সিদ্দিকী যৌথভাবে শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আজ বিকাল ২.০০টায় বাঁশখালী চাম্বল দারুল উলূম আইনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাযার নামায অনুষ্টিত হবে বলেও জানা গেছে।